Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনছার ও ভিডিপির দায়িত্ব

সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ মহিলা): এ প্রশিক্ষণ গ্রহণ করলে সদস্য/সদস্যাগণ সাধারণ আনসার হিসেবে দায়িত্ব পালনে সক্ষম হন এবং অংগীভূত হওয়ার যোগ্যতা অর্জন করেন। পেশা ভিত্তিক প্রশিক্ষণ: মৌলিক প্রশিক্ষণ ছাড়াও পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে একজন আনসার-ভিডিপি সদস্য/ সদস্যা স্বনির্ভর হবার সুযোগ পায়। আনসার-ভিডিপি সংগঠন দেশের যে কোন নির্বাচনে তারা গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করে থাকে। এছাড়া দেশের যুদ্ধময় সংকট মুহুর্তে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগীতা প্রদান করে থাকে।

 

আনছার ভিডিপির কায্যাবলী নিম্নরূপ:

১।জাতীয় ও স্থানীয় নির্বাচনে আনছার হিসাবে আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগীতা করা।

২। বিভিন্ন পূজা-মণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করা।

৩।সমাপনী,জেএসসি এবং এসএসসি পরীক্ষার সময় আনছার বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে থাকে।

৪।ইউনিয়নের কতিপয় গ্রামে আনছার ভিডিপির সদস্যদের মধ্যে কম্পিউটার ও কারিগরী প্রশিক্ক্ষণ করা।

৫। পরিবার পরিকল্পনা গ্রহনের জন্য জনগনকে উrসাহিত করা।

৬। গবাদি পশু ও হাস মুরগী পালনে দুরিদ্র জনসাধানকে সহযোগীতা করা।