Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সৌদী আরবে লোক প্রেরনের নিবন্ধন সম্বর্কে বিস্তারিত তথ্য
Details

নিবন্ধন করতে যোগাযোগ করুন নিম্ন ঠিকানায়

বগুড়া জেলা জনশক্তি অফিস, বগুড়া।

যোগাযোগ-

সাতমাথাহতে গোহাইল রোড হয়ে জেলা পরিষদ মার্কেট সংলগ্ন  অথবা ইয়াকুবিয়া বালিকাবিদ্যালয় হতে পশ্চিমে অল্প কিছুদুর আসার পর জেলা পরিষদ মার্কেট সংলগ্ন

নাম   :  জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস,বগুড়া

ঠিকানাঃ   বানী মহল, সূত্রাপুর(জেলা পরিষদ মার্কেট সংলগ্ন

টেলিফোনঃ ০৫-৬৬৯৬২, মোবাইলঃ  ০১১৯৫-৪১৪৮৬১।

মোঃ শাহজাহান আলী,  কম্পিউটার অপারেটর

01718-789958

 

বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ওপর ছয় বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার। নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি অনুমোদন করেছে সৌদিআরবের রাজকীয় সভা , আজ প্রবাসী কল্যান মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় এ কথা জানিয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। আর  চলতি মাসের মাঝামাঝি নাগাদ শ্রমিক পাঠানো শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।    

ছয় বছর বন্ধ থাকার পর বাংলাদেশী শ্রমিকদের জন্য আবারো  উন্মুক্ত  হলো সৌদি আরবের শ্রমবাজার।  এ  ব্যাপারে দীর্ঘদিনের  নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষযটি অনুমোদন হয়েছে  সৌদি আরবের মন্ত্রীসভায়। বিষয়টি সেখানে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত শহীদুল ইসলামকে নিশ্চিত করেছেন সৌদি শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী আহমেদ এফ আলফাহিদ।

Attachments
Publish Date
10/02/2015